Monday, June 19, 2017

রমজান প্রায় শেষ Ramadan is About to Over



রমজান প্রায় শেষ হয়ে আচ্ছে ।

আমাদের পালনকর্তা কত আদরের সাথে বলেছেন:
أَيَّامًا مَّعْدُودَاتٍ  গণনার কয়েকটি দিনই তো আছে”
এখন এই কয়েকটি দিন প্রায় শেষ হতে যাচ্ছে
এই মোবারক মাসের বরকতের ফলে প্রায় প্রত্যেক মুসলমান, কারুর ঈমান শক্তিশালী হোক বা দুর্বল হোক, সবাই রোজা রেখেছে ।
রোজা একটা এমন এবাদত যা শুধু বান্দা এবং আল্লাহর মাঝে বিরাজ করে ।
যদি কেও গোপনে খেয়ে ফেলে এবং কাও কে না বলে তবে লোকেরা তাকে রোজাদারই মনে করবে ।
কিন্তু কোনো দুর্বলতম ঈমানের মোমিন বান্দাও এমনটা করে না কারণ সে জানে যে রোজাটা শুদু মাত্র তার এবং আল্লাহর মাঝে এবং আল্লাহ তাকে সব সময় দেখতে ছেন ।
এমনি ভাবে ইফতারের সময় যদি কাওকে বলা হয় যে, ভাই ১৪ - ১৫ ঘন্টার রোজাটা রাখছো ২ - ৩ মিনিট পূর্বে ইফতার করলে কি মুশকিল । সে বলবে: " আল্লাহ এবং তার রসূল (স)-এর হুকুম আছে যে সূর্যাস্তের পর রোজা ইফতার করা, তা না হলে রোজা হবে না, রোজা ভেঙ্গে যাবে আর আমি আল্লাহর এই হুকুমের নাফরমানি করতে পারি না " ।
রোজা রাখার পর দুর্বলতম ঈমানের বান্দারও ঈমান এতো শক্তিশালী হয়ে যায় যে সে গোপনে খাওয়া বা ২ - ৩ মিনিট পূর্বে ইফতার করে না এবং রোজা সম্পর্কে আল্লাহ ও রসূলের হুকুম মেনে চলে ...এক মিনিটের জন্যও না ফরমানি করে না ।
সুতরাং আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করা দরকার:
রোজা ছাড়া অন্যান্য বেপারে আল্লাহর নাফরমানি করতে আমরা এতো সাহসী হয়ে যাই কেন !
রোজা সম্পর্কে আল্লাহ ও রসূল (স) যে হুকুম দিয়েছেন সেটা তো আমরা মেনে চলি, এক মিনিটের না ফরমানি করি না ।
অথচ রোজা ছাড়াও আমাদের উপর আল্লাহর বিভিন্য হুকুম ও নির্দেশাবলী ফরজ আছে, যে গুলিতে আমরা প্রায় না ফরমানি করতে এক মিন্টেরও দেরি করি না ।
রোজা রাখাটা যে আল্লাহর হুকুম সেটা তো আমরা সবাই মেনে নেই কিন্তু:

  • কি হারাম থেকে বাঁচা এবং হালাল অর্জন করা আল্লাহর  হুকুম নেই ?
  • কি পুরুষের জন্য পাঁচ বার জামাতের সাথে নামাজ পড়া আল্লাহর  হুকুম নেই ?
  • কি ঠিক হিসাব মোতাবেক জাকাত ও ফিতরানা দেওয়া আল্লাহর  হুকুম নেই ?
  • কি ধনী ব্যক্তির জন্য হজ করাটা আল্লাহর  হুকুম নেই ?
  • কি ঠিক হিসাব মোতাবেক জাকাত ও ফিতরানা দেওয়া আল্লাহর  হুকুম নেই ?
  • কি পিতামাতা এবং আত্মীয়দের প্রতি করুণাময় এবং যত্নশীল হওয়া (صلہ رحمی)আল্লাহর হুকুম নেই?
  • কি নিজেদের স্ত্রীদের প্রতি বিশ্বস্ত হওয়া এবং তাদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করা আল্লাহর  হুকুম নেই ? ইত্যাদি ইত্যাদি ....

কি আল্লাহর ও রসূলের অনুগত হওয়া (أَطِيعُواْ اللّهَ وَالرَّسُولَ ﷺ) আল্লাহর  হুকুম নেই ? ... যেটা ছেড়ে আমরা ইমাম, পীর, মাশায়েখ ইত্যাদিদের অনুগত হয়েগেছি এবং বিভিন্য ফিরকায়ে বিভক্ত হয়ে গেছি
রোজা থাকা অবস্থা তো আমরা সব নিষেধাজ্ঞা (محرمات) থেকে বিরত থাকি কিন্তু এগুলো ছাড়াও আল্লাহ তা'লা অনেক কিছু হারাম করিয়েছেন যার বেশিরভাগই আমরা এড়িয়ে চলি না:

--কি মিথ্যা বলাটা হারাম নয়?
--কি মিথ্যা সাক্ষ্য দেওয়াতা হারাম নয় ?
--কি অসদাচরণ, অপব্যবহার,  কুপরিচালনা ইত্যাদি  হারাম নয় ?
--কি গীবত, প্রতারণা, ঘৃণা ইত্যাদি হারাম করা হয় নি?
--কি আত্মীয়তা পরিত্যাগ করা হারাম করা হয় নি?
--কি আল্লাহর হক এবং তার সৃষ্টির হক আদায় না করা হারাম নয় ?
ইত্যাদি ইত্যাদি .... 

তারপর সব চেয়ে বোরো হছে শিরক ... কি আল্লাহর সাথে কাউকে শরীক করা হারাম নয় ?
আজ কত নামধরি মুসলমানেরা আছে যারা সব রকমের বিধি নিষেধ মেনে রোজা তো রাখে, কিন্তু
 শীরকের অভিশাপে লিপ্ত আছে !
কোন মুসলমান জানে না যে:

إِنَّ اللَّـهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّـهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا  ﴿١١٦﴾ سورة النساء
“ নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে তাঁর সাথে কাউকে শরীক করে। এছাড়া যাকে ইচ্ছা, ক্ষমা করেন। যে আল্লাহর সাথে শরীক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়”।

হায় হায়রে ! যদি এই সব মুসলমানেরা বুঝতো এবং রমজান শেষ হওয়ার পূর্বেই অনুতপ্ত হতো এবং সব ধরণের শীরকীয়া কাজকর্ম থেকে সব সময়ের জন্য বিরত থাকতো

যে ভাবে আমরা রমজানে আল্লাহর আদেশ অনুসরণ করি এবং নিষেধাজ্ঞা এড়িয়ে চলি, রমজানের পরও আমাদেরকে সারা বছর সেই উদ্দীপনার সাথে আল্লাহ সুবহানাহু ও তা'লার আদেশগুলো মেনে চলা এবং নিষেধাজ্ঞা এড়িয়ে চলা উচিত  ...  তখনই আল্লাহ তা'লা যে উদ্দেশে রমজানের রোজা আমাদের উপর ফরজ করেছেন " لَعَلَّكُمْ تَتَّقُونَ যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার " পরিপূর্ণ হবে

অবশ্য আমরা সারা জীবনের জন্য মুত্তাকী ও পরহেজগার হয়ে যাবো
অবশ্য আমরা সারা জীবন কোরান ও সুন্নাতের মোতাবেক জীবন যাপন করতে পারবো
অবশ্য আমরা  সারা জীবনের জন্য আল্লাহর পথ অনুসরণের তরিকা এবং পাপ পরিহারের সৌজন্যতা শিখতে পারবো, ইন শা ল্লাহ

Thursday, June 15, 2017

تیری شان جل جلا لہ



تیری شان جل جلا لہ تیری شان جل جلا لہ
তেরি শান জাল্লা জালা লাহু তেরি শান জাল্লা জালা লাহু
শান = মহিমা, বৈভব, কুদরত, বৈশিষ্ট্য, গরিমা, উচ্চ সম্মান, সৌন্দর্য, ঐশ্বর্য
জাল্লা জালা লাহু = অসীম মর্যাদা ও সম্মানের অধিকারী
میرے دل میں تو میرے لب پہ تو تیری شان جل جلا لہ
মেরে দিল মে তু মেরে লাব পে তু তেরি শান জাল্লা জালা লাহু
মেরে = আমার
দিল = হৃদয়, মন
লাব = ঠোঁট, অধর, প্রান্ত, মুখটি, ত্তষ্ঠ, ত্তষ্ঠাকার অঙ্গ,
তু = তুমি
মেরে দিল মে তু = আমার হৃদয়ে তুমি
মেরে লাব পে তু = আমার ওষ্ঠে তুমি (ঠোঁটে উপর), (মুখে)
میری زندگی کی آرزو تیری شان جل جلا لہ تیری شان جل جلا لہ
মেরি জিন্দগি কি আরযূ তেরি শান জাল্লা জালা লাহু তেরি শান জাল্লা জালা লাহু
মেরি = আমার
জিন্দগি = জীবন
আরযূ = ইচ্ছা, কামনা, আকাঙ্ক্ষা, অভিলাষ
মেরি জিন্দগি কি আরযূ =  আমার জীবনের ইচ্ছা (কামনা),( আকাঙ্ক্ষা), (অভিলাষ)
اللہ اللہ تیری شان جل جلا لہ اللہ اللہ تیری شان جل جلا لہ
আল্লাহ আল্লাহ তেরি শান জাল্লা জালা লাহু তেরি শান জাল্লা জালা লাহু
میرے رب کہاں پہ نہیں ہے تو تیری شان جل جلا لہ
মেরে রব কাহাঁ পে নাহি হায় তু তেরি শান জাল্লা জালা লাহু
মেরে = আমার
রব = রব, আল্লাহ
কাহাঁ = কোথায়
নাহি = না
মেরে রব কাহাঁ পে নাহি হায় তু = হে আমার রব তুমি কোথায় নাই (তুমি সব জায়গায় বিরাজমান)
میرے رب کہاں پہ نہیں ہے تو تیری شان جل جلا لہ
মেরে রব কাহাঁ পে নাহি হায় তু তেরি শান জাল্লা জালা লাহু
اللہ اللہ تیری شان جل جلا لہ اللہ اللہ تیری شان جل جلا لہ
আল্লাহ আল্লাহ তেরি শান জাল্লা জালা লাহু তেরি শান জাল্লা জালা লাহু
تیری ذرے ذرے میں ہے نمو تیری شان جل جلاله
তেরি জাররে জাররে মে হায় নামু   তেরি শান জাল্লা জালা লাহু
তেরি = তোমার
জাররে = কণা, কণিকা, অতি ক্ষুদ্র অংশ বা ভাগ, অতি ক্ষুদ্র পদার্থ, কুচি, দানা, পরমাণু, অণু,
নামু = বৃদ্ধি, বাড়তি, উন্নতি, আরোহণ, অগ্রগতি, সংখ্যাবৃদ্ধি, ধনবৃদ্ধি, বিকাশ
হায় = আছে
تیری ذرے ذرے میں ہے نمو تیری شان جل جلاله
তেরি জাররে জাররে মে হায় নামু   তেরি শান জাল্লা জালা লাহু
اللہ اللہ تیری شان جل جلا لہ اللہ اللہ تیری شان جل جلا لہ
আল্লাহ আল্লাহ তেরি শান জাল্লা জালা লাহু তেরি শান জাল্লা জালা লাহু
کبھی فرش پر کبھی عرش پر تجھے ڈھونڈتا تھا اِدھر اُدھر
কাভি ফার্শ পার কাভি আর্শ পার  তুঝে ডুডঁতা থা ইধর ওধর
কাভি = কখনো
ফার্শ = ভূমি, জমি, স্থল, জায়গা, ভূ, ভূতল, পৃথিবী, জায়গা জমিন
পার = উপর
তুঝে  = আপনাকে, তোমাকে
ডুডঁতা = খুঁজিয়া বাহির করা, পাত্তয়া, আবিষ্কার করা, সাক্ষাৎ পাত্তয়া, দেখিতে পাত্তয়া
থা = ছিলাম
ইধর = এখানে
ওধর = সেখানে
تو ملا قریب رگ گلو تیری شان جل جلا لہ تیری شان جل جلا لہ
তু মিলা কারিবে রাগে গুলু তেরি শান জাল্লা জালা লাহু তেরি শান জাল্লা জালা লাহু
তু = তুমি, তোমাকে
মিলা = পেয়েছি
কারিব = কাছাকাছি, নিকটে
রাগ = শিরা, ধমনী, হৃত্পিণ্ডে রক্তবাহী শিরা
গুলু = ঘাড়
তু মিলা কারিবে রাগে গুলু = তোমাকে পেয়েছি ঘাড়ের শিরার কাছাকাছি
تیری ذات خلق دو جہاں چلے حکم تیرا یہاں وہاں
তেরি জাত খালকে দো জাহাঁ চালে হুকমে তেরা ইহাঁ ওহাঁ 
তেরি = তোমার, আপনা
জাত = নিজে, সে বা তিনি স্বয়ং, নিজকে, ব্যক্তিগতভাবে
খালকে = সৃষ্টি, জন্ম, সূচনা, নির্মাণ, রচনা, গড়ন
দো = দুই
জাহাঁ = জাহান, জগত্
চালে = চলে
হুকমে = হুকুম
তেরা = আপনার, তোমা
ইহাঁ = এখানে
ওহাঁ = সেখানে
চালে হুকমে তেরা ইহাঁ ওহাঁ = আপনার হুকুম চলে এখানে সেখানে
اللہ  اللہ আল্লাহ আল্লাহ
تیری ذات خلق دو جہاں چلے حکم تیرا یہاں وہاں
তেরি জাত খালকে দো জাহাঁ চালে হুকমে তেরা ইহাঁ ওহাঁ 
چلے حکم تیرا یہاں وہاں
চালে হুকমে তেরা ইহাঁ ওহাঁ
تیری ہر زبان پر گفتگو  تیری ہر زبان پر گفتگو
তেরি হার্ জুবান পার্ গুফতাগু তেরি হার্ জুবান পার্ গুফতাগু
তেরি = আপনার, তোমা
হার্ = প্রতিটি
গুফতাগু = কথোপকথন, কথাবার্তা, আলোচনা
تیری شان جل جلا لہ اللہ  اللہ تیری شان جل جلا لہ
তেরি শান জাল্লা জালা লাহু আল্লাহ আল্লাহ তেরি শান জাল্লা জালা লাহু
نا صدف نا ماہ منیر دے مجھے روشنیٔ ضمیر دے
না সাদাফ না মাহে মুনীর দে মুঝে রোশনীএ জমির দে
সাদাফ = মুক্তা, পার্ল, মুক্তাফল, সুন্দরতম নিদর্শন, দামী জিনিস
মাহে মুনীর = স্পার্কিং চাঁদ, উজ্জ্বল চাঁদ
রোশনী = আলোক, জ্যোতি
জমির  = বিবেক, চেতনা
রোশনীএ জমির = সচেতনা বিবেক, জ্ঞানালোক, আলোকসম্পাত
مجھے پیار دے تو کثیر دے
মুঝে পিয়ার দে তো কাসের দে
মুঝে = আমাকে
পিয়ার = প্রেম, ভালোবাসা
দে = দেত্তয়া, প্রদান করা, দান করা
কাসের = বহু, অনেক, প্রচুর
میں ہوں نقطہ مجھ کو لکیر دے
মায়ঁ হুঁ নুক্তা মুঝ কো লাকির দেয়
মায়ঁ = আমি
হুঁ = আছি
নুক্তা = বিন্দু, অণু, কণা, ধূলিকণা, দাগ,  অতি ক্ষুদ্র বস্তু
লাকির = লাইন, পঙক্তি, রেখা, সীমা, সারি, কুল, সীমানা, যাত্রাপথ, মর্যাদা, প্রতিষ্ঠা,
تیری ہاتھ ہے میری آبرو
তেরি হাথ ম্যায়ঁ হায় মেরি আব্রু  = তোমার হাত আমার সম্মান
মেরি = আমার
আব্রু = সম্মান, মর্যাদা, সম্ভ্রম, সমীহ, উচ্চতা, সম্মানিত অবস্থা, মর্যাদাপূর্ণ অবস্থা, আবরূ
تیری شان جل جلا لہ تیری شان جل جلا لہ
তেরি শান জাল্লা জালা লাহু তেরি শান জাল্লা জালা লাহু
جسے چاہے تو وہ عزیز ہے
জিসে চাহে তু ওহ আজিজ হায়
জিসে = যাকে
চাহে = ভালবেসেছেন, পছন্দ করেন
ওহ = তারা, সে
আজিজ  = মহার্ঘ, প্রিয়, অনুমোদিত
جسے تو نہ چاہے ذلیل ہے
জিসে তু না চাহে জলিল হায়
জলিল = অপমানিত, অসম্মানিত, অপছন্দনীয়, অপদস্থ, লাঁছিত, নিকৃত
جسے چاہے تو وہ عزیز ہے جسے تو نہ چاہے ذلیل ہے  اللہ  اللہ
আল্লাহ আল্লাহ জিসে চাহে তু ওহ আজিজ হায় জিসে তু না চাহে জলিল হায়
تیرے ہاتھ ذلت و آبر تیرے ہاتھ ذلت و آبر
তেরে হাথ ম্যায়ঁ জিল্লাত ও আব্রু তেরে হাথ ম্যায়ঁ জিল্লাত ও আব্রু
اللہ اللہ تیری شان جل جلا لہ اللہ اللہ تیری شان جل جلا لہ
আল্লাহ আল্লাহ তেরি শান জাল্লা জালা লাহু তেরি শান জাল্লা জালা লাহু
مجھے چھوڑتی نہیں حیرتیں  کروں  کیا بیاں تیری عظمتیں
মুঝে ছোড়তি নাহি হয়রাতেঁয় কারুঁ কিয়া বয়াঁ তেরি আজমাতেঁয়
মুঝে ছোড়তি নাহি = আমাকে ছাড়ে না
হয়রাতেঁয় = আশ্চর্যজনক, বিস্ময়কর, অত্যাশ্চার্য, বিচিত্রতা
কারুঁ কিয়া বয়াঁ তেরি আজমাতেঁয় = আমি কি বয়ান করতে পারি তোমার আজমত (মহিমা)?
আজমাতেঁয় = মহিমা, মহত্ত্ব, মাহাত্ম্য,
کہاں میں کہاں تیری رفعتیں کہیں خلوتیں کہیں جلوتیں
কাহাঁ মায়ঁ কাহাঁ তেরি রাফ্আতেঁয় কাহীন্ খালওয়াতেঁয় কাহীন জাল্ওয়াতেঁয়
রাফ্আতেঁয় = উচ্চতা, উচ্চস্থান, উচ্চপদ,শীর্ষ, উদারতা, বৈশিষ্ট্য, সম্মান, সম্ভ্রম, সম্মানিত অবস্থা, মর্যাদাপূর্ণ অবস্থা
খালওয়াতেঁয়  = নির্জনতা, একাকিত্ব
জাল্ওয়াতেঁয় = প্রদর্শন, প্রদর্শনী, জাহির, বিকাশ, বিকাস, বিকাশন
کہیں خامشی کہیں آہ و ہو
কাহীন খামোশি কাহীন অহ্ ও হু
খামোশি = নীরবতা, শব্দহীনতা, নির্বাক ভাব, অনুল্লেখ,
আহ্ ও হু = ব্যথা সঙ্গে ক্রন্দনের আওয়াজ বা শব্দ   
اللہ اللہ تیری شان جل جلا لہ تیری شان جل جلا لہ
তেরি শান জাল্লা জালা লাহু তেরি শান জাল্লা জালা লাহু
تیری قدرتوں کا شمار کیا تیری وسعتوں کا حساب کیا
তেরি কুদরাতোঁ কা শুমার কিয়া তেরি ওসাআতোঁ কা হিসাব কিয়া   
কুদরাতোঁ = ক্ষমতা, সামর্থ্য, সক্ষমতা, শক্তি, মহত্ত্ব
শুমার = গণনা, সংখ্যা, গুনতি, সমষ্টি, কাউণ্ট
ওসাআতোঁ = দক্ষতা, উচ্চতা
হিসাব = হিসাব, বিবরণ, বর্ণনা, গণনা,
اللہ  اللہ تیری قدرتوں کا شمار کیا تیری وسعتوں کا حساب کیا
আল্লাহ আল্লাহ তেরি কুদরাতোঁ কা শুমার কিয়া তেরি ওসাআতোঁ কা হিসাব কিয়া   
تیری وسعتوں کا حساب کیا
তেরি ওসাআতোঁ কা হিসাব কিয়া   
تو محیط عالم رنگ و بو تو محیط عالم رنگ و بو
তু মুহিত আলমে রং ও বু তু মুহিত আলমে রং ও বু
মুহিত = বিস্তার, প্রসার, ব্যাপকতা, ব্যাপ্তি, পরিব্যাপ্তি, বিশালতা, বিস্তার,
আলম = পুরা দুনিয়া ইহু জগৎ ও পর জগৎ
রং ও বু = গরিমা, যশ, বৈভব, অলঙ্কার, কুদরত, ভগ, মাধুর্য, সুন্দরতা, সৌন্দর্য, চমত্কারিত্ব,
تیری شان جل جلا لہ  اللہ  اللہ  تیری شان جل جلا لہ اللہ  اللہ
আল্লাহ আল্লাহ তেরি শান জাল্লা জালা লাহু আল্লাহ আল্লাহ তেরি শান জাল্লা জালা লাহু
میرے رب کہاں پہ نہیں ہے تو تیری شان جل جلا لہ
মেরে রব কাহাঁ পে নাহি হায় তু তেরি শান জাল্লা জালা লাহু
اللہ  اللہ تیری شان جل جلا لہ
আল্লাহ আল্লাহ তেরি শান জাল্লা জালা লাহু